ব্যক্তিগত কাজ, একাডেমিক কিংবা ক্যারিয়ার -যেকোনো ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে যে বিষয়টি সম্পর্কে আপনাকে জানতেই হবে সেটি হলো মাইক্রোসফট অফিস। বিশ্বে ১২০ কোটি মাইক্রোসফট অফিস ইউজার রয়েছে। আর এই মাইক্রোসফট অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি সফটওয়্যার - MS Word, MS Excel ও MS PowerPoint. বই, চিঠিপত্র, রিজিউমি, অ্যাপ্লিকেশন, বা অন্য ডকুমেন্টেশনের কাজ লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহৃত হয়। অন্যদিকে, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহৃত হয় যেকোনো মিটিং, ভার্সিটি প্রেজেন্টেশন কিংবা প্রজেক্ট স্লাইড আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং Microsoft Excel ব্যবহৃত হয় হিসাব নিকাশ, ডাটা ক্লিনিং, ভিজুয়্যাল ও এনালাইজ করার জন্য। Microsoft Office Fundamental -এর এই কোর্সে, আপনি মাইক্রোসফ্ট ওয়ার্ড, মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্ট এক্সেলের সকল বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। তাই একাডেমিক কিংবা প্রফেশনাল লাইফের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোতে স্কিলড হয়ে কাজের গতি ও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আজই এনরোল করুন Microsoft Office Fundamental কোর্সে।
MS Office Complete Course কোর্সটির মাধ্যমে স্কিল অর্জন করে একাডেমিক এবং প্রফেশনাল ক্ষেত্রে রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে নিজেকে দারুণভাবে প্রেজেন্ট করতে পারবেন। তাছাড়াও হিসাব নিকাশের কাজ থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট, Strategic Analysis, Business Analysis, Project Management, Managing Operations, ডাটা ভিজুইয়্যালাইযেশন, অফিস এডমিনিস্ট্রেশন এবং প্রোগ্রাম ম্যানেজিং সেক্টরগুলোতে ক্যরিয়ার ডেভেলপ করতে পারবেন।
বর্তমানে চাকরি পেতে যে বিষয়টিতে আপনাকে স্কিলড হতেই হবে তা হলো মাইক্রোসফট অফিস। তাছাড়াও ভার্সিটিতেও অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট অফিসের কাজ জানতে হয়। এই কোর্সটি করে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং কর্মজীবীরা মাইক্রোসফট অফিসের বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের কাজগুলো করতে পারবে এবং প্রফেশনালদের মতো দ্রুত এবং প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন।
কম্পিউটার বিষয়ে একদম বেসিক ধারণা থাকলেই কোর্স করতে পারবেন। কোর্সটি শেষ করতে বাড়তি কোন যোগ্যতার প্রয়োজন নেই। তবে কোর্স শুরু করার আগে Personal Computer থাকলে সুবিধা হয়।
Enroll now to our Offline (On- Campus) or Online (Live Class) courses as per your suitable time.
Contact us for more infromation
(+88) 01713-877811 support@microstepbd.com